নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন। সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এদিন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এদিন সকালের দিকে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, মন্ত্রীর বাড়িতে এর আগে ইডি আধিকারিকরা তল্লাশিও চালিয়েছিলেন। উদ্ধার হওয়া নথি যাচাই করতেই এই জিজ্ঞাসাবাদ।