সংবাদদাতা, কল্যাণী: মোটরবাইক নিয়ে বন্ধুদের সঙ্গে রেস করতে গিয়ে মৃত্যু হল এক বাইকচালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, চাকদহ বনগাঁ রাজ্য সড়কে চুয়াডাঙার ভাটপাড়ায়। মৃতের নাম সৌভিক বিশ্বাস (২৪)। তাঁর বাড়ি চাকদহ ব্লকের ধনিচা এলাকায়।রাতে পাঁচটি বাইক চালিয়ে বিষ্ণুপুরের দিক থেকে চাকদহের দিকে রেষারেষি করতে করতে আসছিলেন ওই পাঁচ বন্ধু। সৌভিকের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া একটি লরির পিছনে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইকচালকের। বিষয়টি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেন চাকদহ থানায়। চাকদহ থানার পুলিস দুর্ঘটনার কবলে পড়া মোটরবাইক এবং মৃতদেহ উদ্ধার করে। বাকি চার বাইকচালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।