• ২৭১ গ্রাম হেরোইন সহ ধৃত
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হেরোইন বিক্রি করতে যাওয়ার সময় পুলিসের হাতে ধরা পড়ে গেল এক বিক্রেতা। বুধবার সকালে ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে সফিকুল ঘরামি নামে ওই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৭১ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতের বাড়ি ক্যানিংয়ে। পুলিস জানিয়েছে, এই হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়েছিল সে। সেই খবর পুলিস পাওয়া মাত্রই তাকে ঘিরে ধরে ফেলে। এদিন ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

     
  • Link to this news (বর্তমান)