নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভরদুপুরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত। পরে সৌমিত্র হালদার নামে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রেখে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। ঘটনাটি দেগঙ্গার বেড়াচাঁপা পাটোয়ারিপাড়ার। এলাকার বাসিন্দা সমর পাটোয়ারের বাড়িতে বুধবার দুপুরে কেউ ছিলেন না। সেই সুযোগে তালা ভেঙে ভিতরে ঢোকে অভিযুক্ত। ভাঙে আলমারির লকার। হঠাত্ সমর চলে আসায় খাটের তলায় লুকিয়ে পড়ে সে। বাইরে থেকে ঘর বন্ধ করে পড়শিদের ডাকেন।