সংবাদদাতা, কল্যাণী: বাইক চুরি করে তাতে তেল ভরতে পেট্রোল পাম্পে এসেছিল এক ব্যক্তি। কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করতে গিয়ে ধরা পড়ে যায় ওই বাইক চোর। ঘটনাটি ঘটেছে বুধবার হরিণঘাটা থানার নগরউখরার হাপানিয়া এলাকায়। ধৃত যুবকের নাম শুভম দাস। তার বাড়ি উত্তর ২৪ পরগনার ইছাপুর এলাকায়। ওই যুবক হাপানিয়া এলাকার একটি গ্যারাজ থেকে মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল। তখন পেট্রল পাম্প থেকে তেল নিয়ে সেখানে অনলাইনে টাকা পেমেন্ট করে সে। পুলিস ওই পেট্রল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই বাইকটি চিহ্নিত করে। এরপর অনলাইনে পেমেন্টে ব্যবহৃত মোবাইলের নম্বরের অবস্থান চিহ্নিত করে ওই বাইকচোরের সন্ধান পেয়ে যায় পুলিস। তাকে ইছাপুর থেকে গ্রেপ্তার করে আনা হয়। জেরা করে হাপানিয়া এলাকার পরিত্যক্ত গোয়াল ঘর থেকে চুরি যাওয়া বাইকও উদ্ধার হয়।