নিজস্ব প্রতিনিধি, বারাসত: মদ খাওয়ার জন্য টাকা দিতে অস্বীকার করায় এক সুপারি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম বঙ্কিম দাস ও অভিজিৎ দাস। তাদের বাড়ি হাবড়া থানার বনবনিয়া এলাকায়।পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বনবনিয়ায় এলাকার সুপারি ব্যবসায়ী দীনেশ হালদারের কাছে মদ খাওয়ার টাকা চায় বঙ্কিম ও অভিজিৎ নামে দুই যুবক। কিন্তু দীনেশ তা দিতে অস্বীকার করায় তাঁর উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথায় ব্যাপক চোট লাগে দীনেশের। এ নিয়ে মঙ্গলবার হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস অভিযুক্ত বঙ্কিম ও অভিজিৎকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। বুধবার তাদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।