• প্রায় সাড়ে তিনশো আশা কর্মী নিয়োগের পরিকল্পনা জেলায়
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলায় আশা কর্মী নিয়োগ শুরু হতে চলেছে। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৩৫০ পদে নিয়োগ করা হবে। বিভিন্ন ব্লকে তৈরি হচ্ছে শূন্যপদের তালিকা। জেলাস্তরে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রায় দেড় বছর পর নতুন করে এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চাইছে জেলা প্রশাসন। ইতিমধ্যে মহকুমা স্তরে এই সংক্রান্ত আলোচনা, বৈঠক ও অন্যান্য কাজকর্ম চলছে বলে খবর। 

    জানা গিয়েছে, ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ১৩৯টি নতুন শূন্য পদ তৈরি হয়েছে। এছাড়াও ৫৪টি আরও ফাঁকা পদ তৈরি হয়েছে, যেখানে হয় কারও মৃত্যু হয়েছে, না হলে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন। এই আসনগুলিতে পরবর্তী সময় নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। 

    জেলার এক আধিকারিক বলেন, প্রতি বছরই আশা কর্মীদের শূন্যপদ তৈরি হয়। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। তার সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যাও বাড়ছে। ফলে আরও বেশি সংখ্যায় এই স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন পড়ছে। এখন অনেক গ্রাম সংসদে আশা কর্মী  নেই। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সেসব জায়গায় স্বাস্থ্যকর্মীদের পোস্টিং দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)