• Imran Khan News: গদি আঁকড়াতে ‘ঘোড়া কেনা-বেচার’ চেষ্টা! অডিও ক্লিপ ফাঁসে ফের অস্বস্তিতে ইমরান
    এই সময় | ০৮ অক্টোবর ২০২২
  • ফের ইমরান খানের অডিও ক্লিপ ফাঁস। ওই অডিও ক্লিপে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গলায় সরকার বাঁচাতে ঘোড়া কেনা-বেচার কথা বলতে শোনা গিয়েছে। শুক্রবার ওই অডিও ক্লিপটি ফাঁস হতেই পাকিস্তান জুড়ে শুরু শোরগোল পড়ে যায়। এই নিয়ে গত দু’সপ্তাহে ‘পাকিস্তান তেহেরিক ই ইনসাফ’ বা পিটিআই চেয়ারম্যানের তিনটি অডিও ক্লিপ ফাঁস হল। চলতি বছরের এপ্রিলে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। ইমরান বিরোধীদের অভিযোগ, ওই সময় সরকার বাঁচাতে ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিলেন পিটিআই চেয়ারম্যান। পাক সংবাদমাধ্যমগুলি সূত্রে খবর, ওই অডিও ক্লিপে ইমরানের গলায় বলতে শোনা গিয়েছে, “আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আপনি ভাবছেন সংখ্যার খেলা আপাতত শেষ হয়েছে। মনে করবেন না যে এটা শেষ হয়ে গিয়েছে।” তবে এই কথা কোন ব্যক্তিকে বলা হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়।

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে আরও কয়েকটি কথা ইমরানের গলায় বলতে শোনা গিয়েছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কণ্ঠধারী ব্যক্তির কথায়, “৪৮ ঘণ্টা একটা লম্বা সময়। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। এর মধ্যে গোপনে কৌশল তৈরি করব। আপনারা সেটা জনগণকে জানাবেন না।” এর পরই ওই ব্যক্তি বলেন, “আইন সভার পাঁচ সদস্যকে কিনতে হবে। এই পাঁচজন সদস্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পাঁচকে কেনা যায় তবে ১০ জনকে কেনার চেষ্টা করুন। তখনই খেলাটা পুরোপুরি আমাদের হাতে থাকবে।” ইমরান বিরোধীদের দাবি, নিজের দলের সদস্যদেরই এই নির্দেশ দিয়েছিলেন তিনি।

    এর পাশাপাশি অডিও ক্লিপে আরও কিছু নির্দেশ দিতে শোনা গিয়েছে ইমরানের কণ্ঠধারী ওই ব্যক্তিকে। “গোট দেশ খুব সতর্কতার সঙ্গে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা জিতি এটাই জনগণ চাইছে। তা সেটা যেভাবেই হোক না কেন। কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা বিচার করার সময় এটা নয়। আইনসভার একজন সদস্যকে ভাঙানো গেলেও সেটা প্রভাব হবে সুদূরপ্রসারী।” অডিও ক্লিপে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে।

    গত সপ্তাহেই ইমরান খানের একটি অডিও ক্লিপ প্রথম বার ফাঁস হয়। “বিদেশি শক্তি চক্রান্ত করে সরকার ফেলে দিতে চাইছে, একথা বাজারে রটিয়ে দাও।” ওই অডিও ক্লিপে ইমরানের কণ্ঠে বলতে শোনা গিয়েছে। পরপর অডিও ক্লিপ ফাঁস হওয়ায় বেজায় অস্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও অডিও ক্লিপ ফাঁস হয়েছে।
  • Link to this news (এই সময়)