এই সময়: আরও একবার টাকার বিনিময়ে মুখ বন্ধ করানোর অভিযোগে সরব হলেন নির্যাতিতার মা-বাবা। আরজি কর হাসপাতালে চিকিৎসকদের ডাকা আলো বন্ধ করে প্রতিবাদে সামিল হতে এদিন হাজির ছিলেন নির্যতিতার বাবা এবং মা। সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন নির্যাতিতার বাবা।তিনি বলেন, ‘টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। কেন? এই প্রশ্নের উত্তর চাই।’ ঠিক কী অভিযোগ তাঁর? নির্যাতিতার বাবার অভিযোগ, ‘মেয়ের দেহ যখন বাড়িতে তখন ডিসি নর্থ ঘরের ভিতরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন। আমরা আমাদের মতো জবাব দিই।’
পুলিশের বিরুদ্ধে দেহ সৎকারেও তাড়াহুড়ো করা অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবার অভিযোগ, ‘সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল। আমি সেই কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।’ একই সঙ্গে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
তাঁদের দাবি, ‘প্রায় জোর করেই মেয়ের দেহ দাহ করতে হয়েছে। চাপ দিয়েছে পুলিশ।’ একই সঙ্গে তাঁরা অভিযোগ করেন, ‘ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে বার বার মিথ্যা কথা বলছেন।’
এদিকে, লালবাজারের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে একটি ফর্ম দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেটা নিতে অস্বীকার করেন। পরে পুলিশ আর জোর করেনি। এর আগে তাঁরা সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, পুলিশ কোনও টাকা দিতে চায়নি। সেই প্রমাণও পুলিশের কাছে আছে।’