• ‘রাত দখল’-এর মাঝেই গড়িয়ায় মহিলাকে কটুক্তি, বেধড়ক মারধর অভিযুক্তকে
    এই সময় | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার রাতে। শহরের নানা প্রান্তে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নামে নাগরিক সমাজ। এর মাঝেই গড়িয়া মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে কটুক্তি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যুবককে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া খালপাড় এলাকায় একজন মহিলা অফিস থেকে ফিরছিলেন। নেশাগ্রস্ত এক যুবক তাঁকে অশালীন ইঙ্গিত করেন। গড়িয়া মোড়ের কাছে সেই সময় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল নাগরিক সমাজ। বিষয়টি লক্ষ্য করে এলাকার মানুষজন জড়ো হয়ে ওই যুবককে বেধড়ক মারতে করতে থাকে বলে অভিযোগ। যুবককে টানতে টানতে খালপাড় এলাকা থেকে গড়িয়ার মোড়ে প্রতিবাদ কর্মসূচির স্থলে নিয়ে যাওয়া হয়।

    সেইখানেও যুবককে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, পুলিশ যুবককে উদ্ধার করতে এলে পুলিশের গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। আধ ঘণ্টার চেষ্টায় পুলিশ কোনওমতে অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায়। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসলে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদীরা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

    কিছুক্ষণের মধ্যেই ফের নতুন করে গড়িয়া মোড় আবার উত্তপ্ত হয়ে ওঠে। ফের এক যুবককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। অভিযোগ, যাঁরা আন্দোলনে নামেন অনুমতি না নিয়ে তাঁদের ছবি তোলা হচ্ছিল। এই অভিযোগ তুলে ওই যুবককে পুলিশের সামনেই মারধর করা হয়। কোনওরকমে তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলে পুলিশ। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

    পুলিশের গাড়িতে ওই যুবককে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে বাধা দেন বিক্ষোভকারীরা। গেট খুলে গাড়ি থেকে উত্তেজিত জনতা যুবককে বের করে আনার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। আক্রোশ গিয়ে পড়ে পুলিশের ওপর। এক বিক্ষোভকারী বলেন, ‘গড়িয়া মোড়ে মিছিল করছিলাম। উনি সকলের পরিচয় যাচাই করছিলেন।’ পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে।
  • Link to this news (এই সময়)