• বারাসতে রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার মহিলা
    বর্তমান | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর-এর ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। ১৪ আগস্টের ধাঁচে রবিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন সাধারণ নাগরিকরা। এই কর্মসূচির পুরোভাগে ছিলেন মহিলারা। শ্যামবাজার, গড়িয়া থেকে শুরু করে কলকাতার বহু এলাকা এবং শহরতলিতেও রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছিলেন মেয়েরা। এবার সেই রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে পথে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা। তাঁর সঙ্গে থাকা ছেলেকেও মারধরের অভিযোগ উঠেছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন রাত দখল কর্মসূচি সেরে রাত সাড়ে ১২টা নাগাদ মা ও ছেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় এক মদ্যপ যুবক ওই মহিলাকে উদ্দেশ্য করে কটূক্তি করে। ছেলে প্রতিবাদ করায় মহিলাকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ছেলেকেও মারধর করা হয়েছে বলে দাবি।এই ঘটনায় উত্তেজনা ছড়ালে ওই রাতেই বারাসত থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে রাত দখল কর্মসূচি থেকে ফেরার পথে এই নক্কারজনক ঘটনায় রীতমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি, প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে গড়িয়াতেও। সেখানেও রাত দখল কর্মসূচির মিছিলে এক মদ্যপ ব্যক্তি ঢুকে পড়ে মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিস।

     
  • Link to this news (বর্তমান)