• অপরাজিতা বিলকে 'ধাপ্পাবাজি' আখ্যা, শাসকদলকে কড়া ভাষায় হুঁশিয়ারি ডাক্তারদের
    হিন্দুস্তান টাইমস | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অপরাজিতা বিল। সেই বিলের বিরোধিতায় এবার সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। বিলটিকে 'পপুলিস্ট ধাপ্পাবাজি' বলে আখ্যা দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। এদিকে কুণাল ঘোষের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকরা। তাদের প্রকাশিত বিবৃতিতে সরাসরি কুণাল ঘোষের নাম করে শাসকদলকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, 'কুণাল ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করার চেষ্টা করতে নেমেছে শাসকদল।' এরপর বলা হয়, 'আমরা বেশি জবাব দেব না। খালি শালসক দলকে হুঁশিয়ারি দিতে চাই, ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করা হলে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট তথা বাংলার মানুষদের থেকে আরও কঠিন জবাব আপনারা পাবেন।' এদিকে অপরাজিতা বিল নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'ডাক্তারদের সুরক্ষা বা নারী সুরক্ষা নিয়ে নীরব এই বিল।'

    এর আগে এই অপরাজিতা বিল নিয়ে আরজি করের নিহত চিকিৎসকের মা বলেছিলেন, 'আজ ডাক্তারি যাঁরা পড়ছেন, তাঁরা কী ছেলে, কী মেয়ে...বিচার করা উচিত নয়। মেয়েরা ১২ ঘণ্টা ডিউটি করবে...ছেলেরা ২৪ ঘণ্টা ডিউটি করবে... এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে। বৈষম্য। মেয়েদের আরও হেনস্থা করা হচ্ছে এটা। এটা কেন হবে? এই বিলকে সমর্থন করব না।' এদিকে বিধানসভায় এই বিলকে সমর্থন করা শুভেন্দুও এটিকে 'আইওয়াশ' বলে কটাক্ষ করেছেন। অবশ্য বিলটি পেশের আগে তিনি বলেছিলেন, 'আমরা রেজাল্ট দেখতে চাই। বিলকে দ্রুত আইনে পরিণত করা হোক।'

    এদিকে বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। ওই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা করে ১০ নম্বর কোর্টের কিছু মামলা শুনবেন। কিন্তু আজ আরজি কর মামলার শুনানি ১০ নম্বর কোর্টেও হয়নি। আজ যে শেষ পর্যন্ত আরজি করের শুনানি হবে না, তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গতকালই এই নিয়েও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে এই বিষয়ে তাদের অবস্থান নিয়ে আজ তারা সাংবাদিক সম্মেলন করবেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)