• ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প
    আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের পর হাসপাতালে নিরাপত্তা বাড়াচ্ছে রাজ্য সরকার। জলপাইগুড়ির রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে তৈরি করা হল পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। এই ক্যাম্পে সর্বক্ষণ মোতায়েন থাকবে পুলিশ। দায়িত্বে থাকবেন একজন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক।

    যে হাসপাতালে এই ক্যাম্প তৈরি করা হল সেই হাসপাতাল থেকে রাজগঞ্জ থানার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। যদি কোনও প্রয়োজন হয় তবে স্বাভাবিকভাবেই সেখানে পুলিশ পৌঁছতে কিছুটা সময় লাগার কথা। কিন্তু হাসপাতালের মধ্যে ক্যাম্প তৈরি হলে সেই সমস্যা থাকবে না।

    এদিন এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পুলিশ সুপার, রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায়, স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম মজুমদার–সহ অন্যরা।
  • Link to this news (আজকাল)