• বনধ সমর্থন করে স্কুলে অনুপস্থিত শিক্ষিকা, শোকজ শিক্ষা দপ্তরের
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নবান্ন অভিযানে যাওয়া ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে গত ২৮ অগস্ট রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বনধের দিন সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে হাজিরা বাধ্যতামূলক করা হয়। সরকারের সেই নির্দেশ উপেক্ষা করে কাজে যোগ না দেওয়ায় আমতার সিরাজবাটি চক্রের উদং উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিতু সাহাকে কারণ দর্শানোর নোটিশ দিল জেলা শিক্ষা দপ্তর।বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনেই ওই শিক্ষিকা শিক্ষা দপ্তরের নোটিশ হাতে পেয়েছেন। জানা গিয়েছে, গত ২৮ অগস্ট বিজেপির ডাকা বনধে নিতু সাহা বিদ্যালয়ে উপস্থিত না থাকার পাশাপাশি বনধকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতিবাদ হোক। আমি একজন নারী, দুই কন্যা সন্তানের মা এবং বিদ্যালয়ের ছাত্রীদের সুরক্ষার জন্য আমি চাই যাতে সমস্ত নারী নির্ভয়ে দিনযাপন করতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ মর্যাদা দেওয়া হোক। তাই সমস্ত নারীদের দাবিকে সামনে রেখে ধর্মঘটকে সমর্থন করে আমার কর্মক্ষেত্রে (বিদ্যালয়) যোগদান করব না। তার জন্য যা শাস্তি, শো কোজ যা হয় হোক। আই ওয়ান্ট জাস্টিস ফর অল উইমেন।’

    এরপরেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিতু সাহাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বনধকে সমর্থন করার কথা স্বীকার করে নিতু সাহা বলেন, ‘আমি মনে করি এটা আমার নৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। আমি মনে করি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা প্রত্যেকটি নারী সুরক্ষিত। আমার প্রতিবাদ যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি।’ কারণ দর্শানোর নোটিশ পাওয়া প্রসঙ্গে তার যথাযথ উত্তর দেব এবং ভবিষ্যতে এইরকম নারকীয় ঘটনার প্রতিবাদ করব বলে জানান তিনি।

    বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এইরকম ঘটনার প্রতিবাদ করতে শেখানোর কথাও বলেন নিতু সাহা। অন্যদিকে, শিক্ষক দিবসের দিন শিক্ষা দপ্তর থেকে নোটিশ হাতে পাওয়ায় শিক্ষা দপ্তরকে ‘ধন্যবাদ’ জানান তিনি। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, শিক্ষা দপ্তরের নির্দেশ মতো ওই শিক্ষিকাকে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষিকার উত্তর হাতে পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (এই সময়)