বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২
আজকাল | ০৫ সেপ্টেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও ৬ রাউন্ড গুলি। বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযুক্ত সুলেমান মল্লিক ও মহম্মদ ইকবাল বীরভূমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মুম্বইগামী বিমান ধরতে এদিন যখন তারা আসে তখন নিয়মমাফিক তাদের ব্যাগ তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা। তল্লাশির সময় তাদের ব্যাগ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রথমে তাদের আটক এবং পরে তাদের অন্ডাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, অভিযুক্তরা পরস্পর পরস্পরের আত্মীয়।
ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, দু’জনকেই কার্তুজ ও আগ্নেয়াস্ত্র–সহ ধরা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।