• অণ্ডাল বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ২ যাত্রী
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আসানসোল: অণ্ডালের কাজী নজরুল বিমান বন্দরে দুই যাত্রীর সঙ্গে থাকা ল্যাগেজ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খবর পাওয়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ ওই দুই যাত্রীকে অণ্ডাল থানার পুলিসের হাতে তুলে দেন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম সাজেদ সুলেমান মল্লিক এবং মহম্মদ ইকবাল। তাদের বাড়ি বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকায়। আজ, বৃহস্পতিবার মুম্বই যাওয়ার বিমান ধরতে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে এসেছিল তারা। তাদের সঙ্গে চারটি ব্যাগ ছিল। বিমানবন্দরের ভিতর সেগুলি স্ক্যানিংয়ের সময় একটি দেশি রিভলবার এবং ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ওই দুই ব্যক্তিকে পুলিসের হাতে তুলে দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)