কেন এই নিষেধাজ্ঞা? কেন পড়শি রাজ্য থেকে আসবে না মুরগি-ডিম? জানা যাচ্ছে যে, ওড়িশার দু'টি গ্রামে নাকি বার্ড ফ্লুর হদিশ পাওয়া গিয়েছে। ফলে আপাতত ওড়িশা থেকে কোনও ডিম ও মুরগির ট্রাকের এই রাজ্যে ঢোকার অনুমতি নেই। আগামী দুই সপ্তাহ এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ইতোমধ্যে রাজ্যের প্রাণীসম্পদ দফতর রাজ্য পুলিসকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। এই তিন জেলা থেকেই মূলত ওড়িশার মুরগির মাংস ও ডিম আসে এই রাজ্যে। এই তিন জেলার পুলিসকেই বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বাংলায় মুরগির মাংস ও ডিম উৎপন্ন হয়, তারউপর আপাতত কোনও নিষেধাজ্ঞা নেই। তবে পোলট্রিজাত জোগানে যে টান পড়তে চলেছে তা নিশ্চিত ভাবেই বলা যায়। কারণ টানা ১৪ দিন ওড়িশা থেকে মুরগি-ডিম বোঝাই ট্রাক না ঢুকলে যে সমস্য়া হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।