• বিশরীতে সৌরচালিত জলের পাম্প উদ্বোধন
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানবাজার: গ্রামে নলকূপ থাকলেও তার জল পানের অযোগ্য। বাসিন্দাদের দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হতো। সেই সমস্যা মেটাতে পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বিশরী পঞ্চায়েতের ইচাডি গ্রামে সৌরচালিত জলের পাম্প বসানো হল। এদিন ফিতে কেটে পাম্পের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেসরা। সেখানে মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র উপস্থিত ছিলেন। প্রধান বলেন, পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে সৌরচালিত জলের পাম্প বসানো হয়েছে। ইচাডি গ্রামেও সেই কাজ হল। এতে গ্রামবাসীদের জলের সমস্যা মিটবে।

    ইচাডি গ্রামে ১০০টির বেশি পরিবার বাস করে। নলকূপের জল ভালো না হওয়ায় দূর থেকে সাইকেলে তাঁদের পানীয় জল আনতে হতো। বিশেষত গ্রামের মহিলারা সমস্যায় পড়তেন। তাঁরা সমস্যার কথা পঞ্চায়েতে জানিয়েছিলেন। এরপরই পঞ্চায়েত সৌরচালিত পাম্প বসাতে উদ্যোগী হয়। বৃহস্পতিবার সেটি উদ্বোধন হয়েছে। এদিনই গ্রামের মহিলাদের সেখান থেকে পানীয় জল নিতে দেখা যায়।গ্রামের বাসিন্দা মাধুরী মাহাত বলেন, আগে জল আনতেই অনেকটা সময় চলে যেত। এখন আর সেই সমস্যা থাকবে না। এটা খুব ভালো হল। অপর বাসিন্দা সুশীলা মাহাত বলেন, বৃহস্পতিবার থেকেই জল পাওয়া যাচ্ছে। তাই জল নিয়ে নিয়েছি।

    মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ পাত্র বলেন, গ্রামে নলকূপের জল অন্য কাজে লাগে। গ্রামবাসীরা পানীয় জলের ব্যবস্থা করার দাবি তুলেছিলেন। সেই দাবি মেনে পাম্পটি বসানো হয়েছে। গ্রামের মানুষকে আর জল আনতে দূরে যেতে হবে না। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)