• দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে শিক্ষক দিবস পালিত
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: বৃহস্পতিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় পালিত হল শিক্ষক দিবস। শহিদ মাতঙ্গিনী ব্লকের চাঠরা কুঞ্জরানি রানিভবনে ঘটা করে অনুষ্ঠান হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) সুভাশিস মিত্র, প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত প্রামাণিক ও বল্লুক-২ গ্রাম পঞ্চায়েত প্রধান কাজি রফিক আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। বার্ষিক পুরস্কার বিতরণীও হয়। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ছাত্রসংসদের আয়োজনে শিক্ষক দিবস পালন করা হয়। বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তি এবং ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের গভর্নিং বডির সভাপতি তথা এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর। অধ্যক্ষ সুবিকাশ জানা, পরিচালন কমিটির সদস্য সৌম্য মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম ও আশ্রম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গালুরু সায়েন্স ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক পিকে দাস, আশ্রমের সম্পাদক বলরাম করণ প্রমুখ। আশ্রমের ৫২জন শিক্ষক শিক্ষিকাকে মানপত্র তুলে দেওয়া হয়। কাঁথির জনমঙ্গল ভবনেও শিক্ষক দিবস পালন করা হয়। শহিদ মাতঙ্গিনী ব্লকের কার্খদা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়েও সাড়ম্বরে দিনটি পালন করা হয়। এদিন মেদিনীপুর পুরসভায় শিক্ষক দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ জনপ্রতিনিধি ও পুরসভার আধিকারিকরা। পুরসভার তরফে বিশিষ্ট শিক্ষকদের সম্মান জ্ঞাপন করা হয়। শিক্ষক দিবসে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্রের পাশে দাঁড়াল শিক্ষকরা। শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বৃত্তিমূলক শাখার ছাত্র সুমন মাহাতোর চিকিৎসা চলছে ভুবনেশ্বর এইমসে। এদিন অসুস্থ ছাত্রের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, ওর অসুস্থতার কথা জানার পর শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজে এগিয়ে আসে। দ্রুত সুস্থ হয়ে উঠুক। ঝাড়গ্ৰামের বিভিন্ন স্কুল, কলেজে শিক্ষক দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাড়গ্ৰাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশন, আরবিএম গার্লস স্কুল, ননীবালা হাইস্কুল সহ একাধিক স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালগড়ে সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা নাটকের মাধ্যমে আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানান। 
  • Link to this news (বর্তমান)