• পুজোর আগে পুরুলিয়ায় পর্যটনের উন্নয়নে বৈঠক
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সামনেই পুজো। তার আগে জেলার পর্যটনশিল্পকে ঢেলে সাজাতে চাইছে প্রশাসন। সেই লক্ষ্যে বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়েছে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর, পুরুলিয়া ও ঝালদার মহকুমা শাসক সহ প্রশাসনের অন্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও হাজির ছিলেন।

    জেলার নানা পর্যটনকেন্দ্রের সৌন্দর্য নষ্ট করছে প্লাস্টিক। কীভাবে প্লাস্টিক দূষণ রোখা যাবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, পর্যটনকেন্দ্রে ঢোকার মুখে নাকা তল্লাশি করা হবে। বিভিন্ন হোটেলের তরফেও প্রচার করা হবে। এছাড়া, অযোধ্যার বামনি ফলস, মার্বেল লেকে সারা বছর পর্যটকের আনাগোনা রয়েছে। অথচ সেখানে কোনও শৌচাগার নেই। সেব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য বনদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অযোধ্যা পাহাড়ের বিভিন্ন প্রবেশপথ আরও আকর্ষণীয় করে তুলতে ‘ওয়েলকাম টু অযোধ্যা’বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় পর্যটনকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না। কখনও কখনও গাড়ি পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া চাওয়া হয়। পর্যটকদের যাতে এরকম হেনস্তার মুখে পড়তে না হয়, সেব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)