• সুপ্রিম কোর্ট যেন বাংলার মানুষের আবেগকে সম্মান দেয়: অধীর
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেন বাংলার মানুষের আবেগকে সম্মান দেন। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, সুপ্রিম কোর্টের তৎপরতায় সামান্যতম ত্রুটি দেখলে বাংলার সাধারণ মানুষ অস্থির ও চঞ্চল হয়ে পড়বে। বাংলার সাধারণ মানুষের ভরসা আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেন বাংলার মানুষের আবেগকে সম্মান দেন। আমরা জানি, বিচারে আবেগ নয়, প্রমাণ শেষ কথা বলে। তবে এখানে মানুষের আবেগকে আমরা অস্বীকার করতে পারি না। শুধু বাংলা নয়, সারা দেশের মা-বোনেরা তথা ভারতবাসী আজ আন্দোলনে শামিল হয়েছেন। তাই বিচার ব্যবস্থাকে আরও সক্রিয় হতে হবে। এই আবেদন আমাদের তরফে থাকবে। এদিন সাংবাদিক সম্মেলনে বেনজিরভাবে তিনি মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, তথ্য প্রমাণ পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। সরকার ও স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি রক্ষার জন্য তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে।  মানুষের প্রতিবাদ ও প্রতিরোধে এখন এই সরকার চাপে পড়েছে। সিবিআই মানে সব সমস্যার সমাধান, এটা আমরা বলছি না। আমারা সিবিআইকে তৎপর হতে বলছি। মৃতার পরিবারের লোক বলছে, পুলিস টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। আর জি করের ঘর ভাঙা হচ্ছে। কেন, কার নির্দেশে সেটার জবাব চাই। গোটা স্বাস্থ্য ব্যবস্থা অপরাধ চক্রের শিকার।
  • Link to this news (বর্তমান)