• শিক্ষক দিবসে খুদে পড়ুয়াদের জন্য ফ্রায়েড রাইস, মাংস
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শিক্ষক দিবসে স্কুলে ‘তিথি ভোজন’। মিড ডে মিলের একঘেয়ে স্বাদ বদলে জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা পাত পেড়ে খেল ফ্রায়েড রাইস ও চিকেন। তাও আবার একজন, দু’জন নয়, ১১০০ ছাত্রী। মূল উদ্যোক্তা স্কুলেরই সহ শিক্ষিকা রূপা সরখেল মিশ্র। তাঁর এই উদ্যোগে শামিল হন আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকা। কিছুদিন আগেই ওই শিক্ষিকার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষ্যেই শিক্ষক দিবসের দিনটিকে তিনি বেছে নেন।  

    প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আমাদের স্কুলে ১৩০০-র বেশি ছাত্রী। রাজ্যে একটি প্রাথমিক স্কুলে এত ছাত্রী বোধ হয় আর কোথাও নেই। শিক্ষক দিবসে পড়ুয়াদের সঙ্গে আমরা নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কাটিয়েছি। ভালোমন্দ খাওয়া-দাওয়া ছিল। বইয়ের সঙ্গে সখ্যতা বাড়াতে শনিবার আমরা ছাত্রীদের শহরের লাইব্রেরি চেনাতে নিয়ে যাব। শিক্ষিকা রূপা সরখেল মিশ্র বলেন, আমাদের স্কুলে লটারিতে ভর্তি হয় ছাত্রীরা। সমাজের বিভিন্ন স্তর থেকে তারা আসে। অনেকেই বাড়িতে ঠিকমতো পুষ্টিকর খাবার পায় না। শিক্ষক দিবসে ওরা আমাদের জন্য কত সুন্দর ফুল, হাতের কাজের উপহার নিয়ে আসে। তাই ভাবলাম, এদিন ওদের জন্য একটু ভালোমন্দ খাবারের ব্যবস্থা করি। ফ্রায়েড রাইস আর চিকেন বানানো হয়েছিল। ওরা তৃপ্তি করে খেয়েছে। খুব আনন্দ পেয়েছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)