• প্রতীক্ষালয়ের সামনে অবৈধ দোকান, নেশার আসর বসায় সমস্যা যাত্রীদের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: যাত্রী প্রতীক্ষালয়। অথচ সামনের সরকারি জায়গা জবরদখল করে বসেছে দোকান। প্রতীক্ষালয় ও সুলভ শৌচাগার এখন  সাইকেল স্ট্যান্ড। ফলে সামনে জবরদখলের জেরে প্রতীক্ষালয়ের অস্তিত্বই সঙ্কটে। সন্ধ্যার পর সেখানে নেশার আসর বসে। যাত্রী প্রতীক্ষালয় ব্যবহার করতে না পেরে যাত্রীরা ক্ষুব্ধ। স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন, প্রতীক্ষালয়ের সামনে সরকারি জায়গা দখল করে দোকান চলছে। সেখানে যাত্রীদের বসার মতো পরিবেশ নেই। প্রতীক্ষালয়ের ভিতরে অসামাজিক কাজকর্ম চলছে। রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। এদিকে জবরদখল করে দোকান করার ফলে সুলভ শৌচাগারে যেতে পারছেন না মহিলা যাত্রীরা। এতে তাঁরা অসুবিধায় পড়ছেন। প্রতীক্ষালয় নজরে না আসায় বাসের জন্য কোথায় অপেক্ষা করতে হবে বুঝতে পারছেন না অনেক যাত্রী। এই প্রসঙ্গ টেনেই সরিফুল আলি নামে এক বাসযাত্রী বলেন, রায়গঞ্জ থেকে রসাখোয়া সরকারি বাস পরিষেবা রয়েছে। রসাখোয়া বাসষ্ট্যান্ড থেকে কলকাতা যাওয়ার বেসরকারি বাস পরিষেবা চলছে। তবে যাত্রীরা বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তাঁদের জন্য নির্দিষ্ট প্রতীক্ষালয় দখল হয়ে রয়েছে। সুলভ শৌচাগারও ব্যবহার অযোগ্য। ঝড়, বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। অবৈধ দোকান হঠিয়ে না দিলে প্রতীক্ষালয় ব্যবহার করা যাবে না। এব্যাপারে রসাখোয়া-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আসনারা খাতুন জানিয়েছেন, বাসস্ট্যান্ডে প্রতীক্ষালয়ের সামনের অবৈধ দোকান সরিয়ে নিতে মাইকিং হয়েছিল। তারপরও কিছু দোকান রয়ে গিয়েছে। অবিলম্বে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে দখলমুক্ত করার পর যাত্রী প্রতীক্ষালয় ও শৌচাগার সংস্কার করা হবে।  রসাখোয়া বাসস্ট্যান্ডে সুলভ শৌচালয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)