• বিপজ্জনক বাড়ি ভাঙল পুরসভা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুজোয় দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি শহরের দুর্বল বিপজ্জনক বিল্ডিংগুলির বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুরসভা। বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই একটি পুরনো বিপজ্জনক দুর্বল বিল্ডিং ভেঙে দিল শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খালপাড়ার শিবাজি রোডের দোতলা বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু হয়। পুরসভার তরফে জেসিবি লাগিয়ে বিল্ডিংটি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তরফে বিল্ডিংটি নিয়ে দীর্ঘদিন থেকেই পুরসভার কাছে অভিযোগ জানানো হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পুরসভার তরফে বেশ কয়েকবার নোটিসও পাঠানো হয়েছিল। যদিও পুরসভার সেই নোটিসকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে । 

    পুরসভা জানিয়েছে, পুজোর আগে শহরে এমন বেশ কয়েকটি বিপজ্জনক বিল্ডিং ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই পুরসভার তরফে এমন কয়েকটি বিল্ডিং চিহ্নিত করেছে শিলিগুড়ি পুরসভা, যেগুলি যখন তখন ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এরমধ্যে শিলিগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের খালপাড়াতেই রয়েছে পাঁচটি দুর্বল বিপজ্জনক বিল্ডিং। পুজোর আগেই ওই বিল্ডিংগুলির বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ করবে পুরসভা।

    শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, শহরে বেশকিছু পুরনো ও দুর্বল বিল্ডিং রয়েছে। আমরা সেগুলি চিহ্নিত করেছি। কয়েকটি বিল্ডিংয়ের মালিককে পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছে। তবে যেগুলি খুব দুর্বল এবং ঘনবসতি এলাকায় রয়েছে সেগুলির বিরুদ্ধে প্রথমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গাপুজোর সময় শিলিগুড়ি শহরে দিনরাত মানুষের থিকথিকে ভিড় থাকে। তাই যে কোনও দুর্ঘটনা ঘটার আগেই আমরা আগাম পদক্ষেপ নিতে শুরু করেছি। অবৈধ নির্মাণ ও বিপজ্জনক বিল্ডিংগুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।   নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)