• খোঁচা অধ্যক্ষের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে দিয়ে নবান্ন অভিযান হয়েছিল। এবার আন্দোলনকারী এক ব্যক্তির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার সম্পর্ক নিয়ে খোঁচা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় অধ্যক্ষ বলেন, আন্দোলনের নামে নানা ধরনের খবর আসছে। কেউ বলছে নাগরিক সমাজ। আবার কেউ বলছে ছাত্র সমাজ। আবার এটাও দেখা যাচ্ছে একজনকে জেল থেকে বের করে সাধুবাদ জানাচ্ছেন বিরোধী দলনেতা। ফলে সবটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ধর্ষকের ফাঁসি হোক, আমরা সবাই চাই। এই প্রেক্ষাপটে সঠিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় অপরাজিতা বিল এনেছে। কেন্দ্রের উচিত এটিকে গ্রহণ করা। আগে যদি কেন্দ্র এটা করত, তাহলে রাজ্যকে বিল পেশ করতে হতো না।  অন্যদিকে মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেন, আর জি করের ঘটনায় তদন্তভার হাতে নেওয়ার পর ২৩ দিন নীরব সিবিআই। তাদের অগ্রগতি কেউ জানতে পারছে না। আমাদের দাবি, মানুষের সামনে সবটা প্রকাশ করুক সিবিআই।
  • Link to this news (বর্তমান)