• আশ্বাসের পরেও সদস্য পদ পূরণ হয়নি পিএসসি’র, ক্ষুব্ধ হাইকোর্ট
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। জুন মাসের মধ্যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র সদস্য পদ পূরণ করার কথা থাকলেও তা করা হয়নি। তাই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পিএসসি-র চেয়ারম্যান সহ সদস্যদের নিয়োগের দাবিতে একটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার জেরে চেয়ারম্যান নিয়োগ হয়েছে। কিন্তু সদস্য পদে কোনও নিয়োগ এখনও হয়নি। এর আগে রাজ্যের তরফে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানানো হয়েছিল, জুন মাসের মধ্যে সমস্ত সদস্যদের নিয়োগ করা হয়ে যাবে। কিন্তু বুধবার মামলাটি শুনানির জন্য উঠলে দেখা যায়, এখনও কোনও নিয়োগ হয়নি। এতেই উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আশ্বাস কাগজেই থেকে গিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। তাহলে কেন আদালতকে আশ্বাস দেওয়া হয়েছিল। পরবর্তী শুনানির আগে সদস্য পদে নিয়োগ পূরণ না হলে রাজ্যকে ভুগতে হবে। 
  • Link to this news (বর্তমান)