• উঠেছে পিচ, খানাখন্দে ভরা পঞ্চসায়র রোড
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলাজুড়ে বিস্তীর্ণ অঞ্চলে খারাপ রাস্তার শেষ নেই। শহর হোক কিংবা গ্রাম, কম বেশি সব জায়গাতেই ভেঙেচুরে গিয়েছে বহু রাস্তা। যেমন গড়িয়া স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাওয়ার পঞ্চসায়র রোড। দীর্ঘদিন ধরে এটি একেবারে বেহাল হয়ে রয়েছে। নিত্যদিন সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে তিতিবিরক্ত সাধারণ মানুষ। তাদের বক্তব্য, বহুদিন ধরে রাস্তার হাড়-কঙ্কাল বেরিয়ে এসেছে। তারপরও পুরসভা বা প্রশাসন থেকে তা মেরামতি করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এমনিতেই এটি ভীষণ ব্যস্ত রাস্তা। এখান দিয়েই স্কুল, হাসপাতাল, মেট্রো স্টেশন ও বাইপাস যেতে হয়। বহুদিন ধরে সেটি মেরামত না হওয়ার জন্য অটো, সাইকেল, বাইক সহ অন্যান্য যানবাহনের চলাচল করতেও সমস্যা হচ্ছে। রাস্তার বহু অংশেই পিচ উঠে গিয়েছে। খানাখন্দে ভরে গিয়েছে একাধিক জায়গা। নুড়িপাথর ছড়িয়ে-ছিটিয়ে আছে। রাস্তা দিয়ে গাড়ি গেলে ব্যাপক ধুলো উড়ছে বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। এই রাস্তাটি রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত। তাই পুর কর্তৃপক্ষের দায়িত্ব রাস্তাটি মেরামত করার। তবে যেহেতু বর্ষাকাল চলছে, ফলে এখনই এই কাজ করা যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। কাউন্সিলার পিন্টু দেবনাথ বলেন, পুরসভার ফান্ড খুব বেশি নেই। তাই সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম কেএমডিএ’কে অনুরোধ করেছেন, এই রাস্তাটি দ্রুত মেরামত করে দেয়। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)