• প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে কোপাল প্রতিবেশী কিশোর, জেরায় কবুল ধৃতের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রেমে প্রত্যাখ্যাত হয়েই বেলঘরিয়ায় এক ছাত্রীর উপর নৃশংস হামলা চালিয়েছিল সে। অভিযুক্ত নিজেও স্কুল পড়ুয়া। ধৃত ওই কিশোর প্রাথমিক জেরায় পুলিসের কাছে একথা স্বীকার করেছে। ওই ঘটনায় অন্য কোনও বন্ধুর ইন্ধন ছিল কি না, ওই কিশোরকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিস। আক্রান্ত কিশোরী এবং অভিযুক্ত দু’জনেই একাদশ শ্রেণির পড়ুয়া। তাদের বাড়ি একই এলাকায়। শুধুমাত্র প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রাণঘাতী হামলা, নাকি সম্পর্কের টানাপোড়েনে অন্য কোনও বিষয় রয়েছে, সেদিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আক্রান্ত ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় এখন ভালো।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়া থানা এলাকার বাসিন্দা ওই স্কুলছাত্রী বুধবার দুপুর ২টো নাগাদ মা ও ভাইয়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। প্রফুল্লনগরে  বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাস দিয়ে হেঁটে আসার সময় ওই কিশোর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত হয় ওই ছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে তার মা ও স্থানীয় দুই ব্যক্তি জখম হন। এলাকাবাসী ওই কিশোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। জখম ছাত্রী বর্তমানে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি। পুলিস জেনেছে, আক্রান্ত স্কুলছাত্রীর বাড়ির পাশেই থাকে অভিযুক্ত ওই ছাত্র। স্বভাবতই তাদের আলাপ বহুদিনের। ওই কিশোরের এক বন্ধুর সঙ্গে এই ছাত্রীর এক সময় বন্ধুত্ব ছিল। পরিবারের পরামর্শেই ওই বন্ধুত্ব সে ত্যাগ করেছিল। তারপরও তাকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ দায়ের করেছিল ছাত্রীর পরিবার। তারপর গত চার মাস তেমন কোনও সমস্যা হয়নি। পুলিস জেনেছে, বন্ধুর সঙ্গে ওই ছাত্রীর দূরত্ব তৈরি হয়েছে জানার পর অভিযুক্ত নিজেই বন্ধুত্ব পাতানোর চেষ্টা শুরু করে। কিন্তু ছাত্রী তাতে রাজি হয়নি। এই আক্রোশে সে প্রাণঘাতী হামলা চালিয়েছে। ছাত্রীর বাবা জানিয়েছেন, হামলাকারী নিজেও ছাত্র। এই এলাকায় ভাড়ায় থাকে শুনেছি। কয়েক মাস আগে এই ছাত্রের এক বন্ধুর বিরুদ্ধে থানায় ডায়েরি করেছিলাম। কারণ সে আমার মেয়েকে উত্ত্যক্ত করত। কিন্তু এই কিশোর কেন মেয়েকে খুনের চেষ্টা করল, তা বুঝতে পারছি না।
  • Link to this news (বর্তমান)