• কোন কোন রাস্তার মেরামত দরকার, সমীক্ষা শুরু করল ভাটপাড়া পুরসভা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাঙা রাস্তা নিয়ে সমীক্ষা শুরু করল ভাটপাড়া পুরসভা। এই পুরসভা এলাকায় নির্বাচনের আগে কয়েকটি রাস্তা তৈরি করা হয়েছিল। এখনও কিছু রাস্তা ভাঙা রয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। যেসব রাস্তা তৈরি করার কিছুদিন পরেই ভেঙে গিয়েছে, সেগুলি ঠিকাদারদেরই ঠিক করে দিতে বলা হয়েছে। তিন বছরের এবং পাঁচ বছরের মেরামতির চুক্তিতেই ঠিকাদারদের রাস্তা তৈরির বরাত দেওয়া হয়।এছাড়া অন্য যেসব ভাঙা রাস্তা রয়েছে, তার সমীক্ষাও শুরু হয়েছে। সমীক্ষার পর সেই সব রাস্তা মেরামত করা হবে বলে পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা জানিয়েছেন। তিনি বলেন, এই পুরসভার কিছু অংশে ঘিঞ্জি এলাকার রয়েছে। রাস্তাঘাটের খারাপ অবস্থা। ভোটের আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল। কিছু কিছু জায়গায় পিচ উঠে গিয়েছে। পুজোর আগেই এইসব রাস্তা মেরামতি করা হবে। প্রায় এক কোটি টাকা খরচ করে সারানো হবে ওইসব রাস্তা। কোন কোন রাস্তা খারাপ রয়েছে, তার তালিকা তৈরি হচ্ছে।
  • Link to this news (বর্তমান)