• মানবপাচার রোধে সীমান্তে পড়ুয়াদের নিয়ে সচেতনতা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মানবপাচার রোধে সীমান্তের স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করল বিএসএফ। বুধবার গাইঘাটার দোবারপাড়া সীমান্ত এলাকার একটি স্কুলে এই অনুষ্ঠান হয়। সেখানে বিএসএফের আধিকারিক, জওয়ান, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে একটি সমাজকল্যাণ মূলক সংস্থার প্রতিনিধিরাও হাজির ছিলেন। সীমান্তে প্রায়ই মানবপাচারের অভিযোগ উঠে। শিশু, কিশোরীরাও বাদ যায় না। সেই সঙ্গে যৌন নির্যাতন, বাল্য বিবাহ, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য সহ নানা ঘটনা ঘটে। ওই বিষয়গুলি সম্পর্কেই সচেতন করা হয়। 

    বিএসএফ জানিয়েছে, এটি রুটিনমাফিক অনুষ্ঠান। প্রায়ই সীমান্তের বিভিন্ন গ্রামে করা হয়। যাতে স্কুল থেকেই এই সচেতনতা গড়ে উঠে।
  • Link to this news (বর্তমান)