• আলুর বীজ তৈরি নিয়ে কর্মশালা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টিস্যু কালচার এবং অ্যাপিকাল রুট কাটিং পদ্ধতিতে আলুর বীজ তৈরি নিয়ে বৃহস্পতিবার কর্মশালা হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টেট এগ্রিকালচার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটে (সামেটি)। তাতে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র, আলু নিয়ে গবেষণারত কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের বিজ্ঞানীরা যেমন উপস্থিত ছিলেন, তেমনই রাজ্যের বিভিন্ন জেলার উচ্চপদস্থ কৃষি আধিকারিক এবং সামেটির অধ্যাপকরাও হাজির ছিলেন। এদিন সব পক্ষের মধ্যে তথ্য আদান প্রদান হয়। সামেটির ডিরেক্টর মানস ঘোষ বলেন, রোগমুক্ত বীজ দিয়ে কৃষকরা চাষ করলে তাঁদের ফলন অনেক ভালো হবে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা বলেন, এই পদ্ধতিতে বীজ তৈরি হলে কৃষকদের লাভের পাশাপাশি খরচ বাঁচবে। আলুর বীজের ক্ষেত্রে রাজ্যের উপরেই কৃষকরা নির্ভরশীল হতে পারবেন বলে মত কৃষিদপ্তরের সায়ন্তন দে এবং রামকৃষ্ণ মিশনের স্বামী শিবভাবানন্দের। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)