এই সময়, সোদপুর: শিক্ষক দিবসে সব মেডিক্যাল কলেজের শিক্ষকদের উদ্দেশে খোলা চিঠি দিলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা। এই চিঠিতে মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মেডিক্যাল শিক্ষকদের। একই সঙ্গে চিঠির ছত্রে ছত্রে রয়েছে আক্ষেপ। পাশাপাশি আন্দোলনকারী পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে তাঁদের প্রশংসাও করেছেন নিহত চিকিৎসকের মা।চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার মেয়ের হয়ে সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম জানাই। আমার মেয়ের ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, তা হলো ডাক্তার হওয়ার। টাকা-পয়সা রোজগারের থেকেও ওর লক্ষ্য ছিল মানুষের চিকিৎসা করা। আপনারা ছিলেন মেয়ের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি। আপনাদের মতো ভালো শিক্ষকদের পাশে পেয়েছিল বলেই ও ডাক্তার হতে পেরেছে। মেয়ের স্বপ্নকে সফল করার কারিগর হওয়ার জন্য শিক্ষক দিবসে আপনাদের প্রণাম জানাই।’
এর পরই মেয়ের এই পরিণতির জন্য আক্ষেপ ঝরে পড়েছে মায়ের চিঠিতে। তিনি লিখেছেন, ‘মেয়ে বলত, মা আমি বেশি টাকা চাই না। শুধু চাই, আমার নামের পাশে অনেকগুলো ডিগ্রি থাকুক। আমি যেন অনেক অনেক রোগীকে চিকিৎসা করতে পারি।’ এমডিতে মেয়ের গোল্ড মেডেল পাওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে গলা টিপে খুন করা হলো। চিঠিতে সে দিনের ঘটনাও তুলে ধরেছেন নিহত চিকিৎসকের মা।
লিখেছেন, ‘মৃত্যুর খবর পাওয়ার পরে আমরা সেখানে পৌঁছনোর আগেই সেখানে হাসপাতালের সব বিভাগের আধিকারিকরা ছিলেন। সকলের কাছেই আমি অনুরোধ করছি, কেউ যদি কিছু জেনে থাকেন, তা হলে সেই তথ্য প্রকাশ্যে আনুন। আমার মেয়ে তো চলে গিয়েছে। কিন্তু আপনাদের নীরবতা অপরাধীদের জন্ম দেবে বলেই বিশ্বাস করি।’