• বউবাজারে নির্মীয়মাণ মেট্রো টানেলে বিপত্তি! মেট্রোর আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে ফের বিপত্তি। গতকাল, বৃহস্পতিবার রাতে আচমকাই টানেল থেকে জল বের হতে থাকে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই গুরুত্বপূর্ণ এলাকায় আগেই লাইন বসানোর কাজ শেষ হয়েছে। তারপর ফের জল বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেওয়া হয়। গতকাল, বৃহস্পতিবার রাতেই ১১টি পরিবারের ৫২ জনকে সরিয়ে হোটেলে রাখা হয়েছে। তবে ওই এলাকার কোনও বাড়িতে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে পুলিস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর ও পুরসভার ইঞ্জিনিয়াররা। তবে এই প্রথম নয়, বউবাজার এলাকাজুড়ে এই নিয়ে প্রায় তিনবার একই ধরনের ঘটনা ঘটল বলেই অভিযোগ। এই বিষয়ে মেট্রোর দাবি, ওই এলাকার মাটি ভঙ্গুর। তাই কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। এছাড়াও রয়েছে বহু ওয়াটার পকেট। তবে গতকাল, বৃহস্পতিবার যে ওয়াটার পকেট থেকে জল বেরিয়েছিল সেটি ঠিক করা গিয়েছে। আপাতত সেই সমস্যা নেই। কিন্তু বারবার কেন এই ঘটনা ঘটছে? আজ, শুক্রবার ঘটনাস্থলে যেতেই কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এমনকী বউবাজারের বেশ কয়েকজন বাসিন্দা সেন্ট্রাল মেট্রো স্টেশনে গিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন।
  • Link to this news (বর্তমান)