দোকানদার যখন বালতিটি প্যাকিং করছিলেন তখন তাঁর অসতর্কতার সুযোগ নিয়ে দুষ্কৃতিদের একজন দোকানের ক্যশবাক্স থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। তাদের চলে যেতে দেখে দোকানদার বালতিটি নিয়ে যাওয়ার জন্য হাঁকডাক শুরু করেন। এতেই দুস্কৃতিরা ভাবতে শুরু করে দোকানদার চুরির ঘটনা টের পেয়ে গেছে।
তড়িঘড়ি এক দুস্কৃতি সেখান থেকে বাইক নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। বাইকের গতি বেশি থাকায় অপর দুস্কৃতি চলন্ত বাইকের পিছন ধরে বেশ কিছুটা ঘষটে যাওয়ার পর কোনোক্রমে ওই বাইকে চেপে পালিয়ে যেতে সমর্থ হয়। স্থানীয় একটি দোকানের সিসি ক্যমেরায় সেই ছবি ধরা পড়েছে। পরে পুলিস খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। সিসি ক্যমেরার ছবি খতিয়ে দেখে দুস্কৃতিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিস।