পিয়ালী মিত্র: শুনানিতে গরহাজির তদন্তকারী অফিসার, এমনকী আইনজীবীও! আরজি কর মামলায় এবার হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে সিবিআই। বিচারপতির মন্তব্য, "জামিন দিয়ে দেব? কোথায় পিপি? সিবিআইয়ের তরফে চরম গাফিলতি। খুবই দুঃখজনক ঘটনা'।
কলকাতা হাইকোর্টের নির্দেশেই আরজি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় যাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিস, সেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই। এদিন হাইকোর্টে মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির করানো হয় সঞ্জয়কে। লিগ্যাল এইডের তরফে অভিযুক্ত জামিনে আবেদন জানানো হয়।
বিচারপতি জানতে চান, 'সিবিআই পিপি(আইনজীবী) কোথায়'? মামলার সহকারী তদন্তকারী অফিসার জানান, 'আসেননি'। তদন্তকারী অফিসার? জবাব আসে, 'তিনিও আসেননি'।
সবিস্তারে পড়ুন..