• 'আমার স্বামীর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা', দাবি সন্দীপের স্ত্রীর
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। ক্যানিংয়ে তাঁর নতুন সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। কিন্তু স্বামী সন্দীপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির কোনও অভিযোগই মানতে রাজি নন তাঁর স্ত্রী। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করলেন, স্বামীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষের স্ত্রী বলেন, 'ওঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা। তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করছি। কোনও কাগজে কিছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে। আর পাওয়াও যাবে না। কারণ ও কোনও দুর্নীতি করেনি।’

    ওই হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য পাচার করা-সহ একাধিক অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগগুলি তুলেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এই দুর্নীতির মামলাগুলিতে ইডি তদন্ত চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আরজি করে আর্থিক-সহ অন্যান্য দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপরেই একাধিকবার সন্দীপকে জেরা করে সিবিআই। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়।

    উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামে। তাঁরা সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি করেছিলেন। এরপর সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদের পাশাপাশি সরকারি চাকরি থেকেও ইস্তফা দিয়েছিলেন।

    যদিও তাঁর চাকরি থেকে ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য ভবন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হয়। কিন্তু, সেখানে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি ছুটিতে যান। নির্যাতিতার নাম জনসমক্ষে একাধিকবার নেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে।
  • Link to this news (এই সময়)