• ‘‌দুর্গাপুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব’‌, বড় কর্মসূচির ইঙ্গিত ছাত্র নেতার
    হিন্দুস্তান টাইমস | ০৬ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে এখন তোলপাড় গোটা রাজ্য। রাজপথে মিছিল, রাত দখল থেকে স্লোগান সবই দেখেছে বাংলার মানুষ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সিবিআই তদন্ত এবং মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গত ২৭ অগস্ট নবান্ন অভিযানে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ। এবার এই আবহে আবার একই ধরনের অভিযানে নামতে চলেছে ছাত্র সমাজ।

    এদিকে আজ শুক্রবার একই ধাঁচের আন্দোলন করার ইঙ্গিত দিয়েছেন ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার। নবান্ন অভিযানে যাঁরা গ্রেফতার হয়েছিলেন তাঁরা এখন জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। তাই শুভঙ্কর হালদার বলেন, ‘এখনই আমরা কী কর্মসূচি করতে চলেছি সেটা বলছি না। কারণ, কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। তবে আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি আমরা গাগে তুলেছি তা নিয়েই আরও বড় আকারে কর্মসূচির কথা ভাবা হচ্ছে।’‌

    এই ঘটনা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি। অগস্ট মাসের পর সেপ্টেম্বর মাসেও অভিযানে হবে। তারপর দুর্গাপুজোর পরে আরও বড় আকারে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সূত্রে খবর। সুতরাং আবার পুলিশের উপর হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে শুভঙ্করের বক্তব্য, ‘‌পরিকল্পনা এখন চলছে। দুর্গাপুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা জানতে পারবেন।’‌ গত ২৭ অগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল সেটা শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা চরম আকার ধারণ করেছিল। তাই এখন আগাম সতর্ক থাকতে হবে পুলিশকে।

    গত ১৪ অগস্ট আরজি কর হাসপাতালে হামলা হয়। ভাঙচুরে নষ্ট হয় সম্পত্তি। আর এই কাজ বিজেপি এবং সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই করেছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তারপরও আন্দোলন জারি রয়েছে রাজপথে। এবার শুভঙ্কর হালদারের কথায়, ‘‌সেদিন সাধারণ মানুষ আমাদের ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন তা এখনও পাচ্ছি। আদালতও জানিয়ে দিয়েছে, আমরা কোনও অন্যায় কাজ করিনি। তাই আরও বড় আকারে নির্যাতিতার বিচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা পথে নামতে চলেছি।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)