ভোটকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা গোটা এলাকা। শেষপর্যন্ত যখন ভোটের বেরোয়, তখন দেখা যায় ৩১ আসনের সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতিতে ১২ আসনে জিতেছে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ। ৪ আসন পেয়েছে বিজেপি, আর তৃণমূলের ঝুলিতে ১৫। কিন্তু ভোট গঠনে উলটপুরাণ! সমবায় সমিতি হাতছাড়া হয়ে গেল রাজ্য়ের শাসকদলের। বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গঠন করল বামেদের সমবায় বাঁচাও মঞ্চ।
কীভাবে? জানা গিয়েছে, তৃণমূল ১৫ আসনে জিতলেও ২ জন প্রার্থীর নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। ফলে ১৩ আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। উল্টোদিকে সমবায় বাঁচাও মঞ্চের দখলে ছিল ১২। বিজেপির সঙ্গে জোট করে ১৬ আসন নিয়ে সুলতাননগর জোত গৌরাঙ্গ সমবায় সমিতি দখল করল বিরোধীরা।
এর আগে, লোকসভা ভোটের পূ্র্ব মেদিনীপুর সমবায় ভোটে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের দুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসনসংখ্যা ১২। ৮ আসনেই জেতে বিজেপি, আর তৃণমূল ৪। মোট ভোটার সংখ্যা ছিল ৫৪৫ জন। মোট ৫টি গ্রাম পদুমপুর, ঘোড়াঠাকুরিয়া, ধূর্পা, রাজগোদা এবং পোলন্দা এই সমবায় সমতির অন্তর্ভুক্ত।