• 'টেকনিক্যাল' জটিলতা কাটিয়ে 'অপরাজিতা' বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সুদীপ রায়চৌধুরী: আর জি কর কাণ্ডের আবহে নারী ও শিশুদের সুরক্ষার স্বার্থে ‘অপরাজিতা’ বিল পাশ হয়েছে বিধানসভায়। আইনে পরিণত করার পরবর্তী পদক্ষেপ হিসেবে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল সইয়ের জন্য। কিন্তু বিলে ‘টেকনিক্যাল’ ত্রুটি রয়েছে, এই যুক্তিতে তা সই করেননি সিভি আনন্দ বোস। এনিয়ে শুক্রবার সকালে নবান্ন-রাজভবনের মধ্যে জটিলতা তৈরি হয়। তবে বিকেলেই সেই ‘টেকনিক্যাল রিপোর্ট’ হাতে এসেছে রাজ্যপালের। আর তার পরই তা পাঠানো হল রাষ্ট্রপতির দরবারে। রাজভবনের তরফে সোশাল মিডিয়া পোস্টে এই খবর জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)