• ভগবানপুরে জ্যোতির্ময় নন্দের জন্মদিবস উদযাপন
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: প্রখ্যাত সংস্কৃতজ্ঞ, কবি, প্রাবন্ধিক, দার্শনিক জ্যোতির্ময় নন্দের ১১৭তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। শুক্রবার ভগবানপুর-২ ব্লকের মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে বাণেশ্বর মাইতি স্মৃতি বিজ্ঞান ভবনে এই উপলক্ষ্যে এক আলোচনা সভায় জ্যোতির্ময় নন্দ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। তমলুক রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শ্রুতিসারানন্দজি স্মারক বক্তৃতা দেন। কলেজ প্রাঙ্গণে গঙ্গাধর নন্দ ও জ্যোতির্ময় নন্দের আবক্ষ মর্মর মূর্তিতে মাল্যদান করা হয়। জ্যোতির্ময়বাবুর পুত্র প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ সহ অন্যান্যরা বক্তৃতা দেন। তাঁর কনিষ্ঠ পুত্র চৈতন্যময় নন্দ বলেন, অবিভক্ত মেদিনীপুর জেলা তথা রাজ্যের বহু শিক্ষা, সমবায় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাবা যুক্ত ছিলেন। তিনি মুগবেড়িয়া কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দীর্ঘদিন মুগবেড়িয়া ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। নিখিলবঙ্গ সংস্কৃত সেবা সমিতির সহ-সভাপতি ছিলেন। কয়েকবার রাজ্য সংস্কৃত শিক্ষা পর্ষদের সদস্য নির্বাচিত হন। সহস্রাধিক নিবন্ধ, সংস্কৃত ও বাংলা কবিতা ছাড়াও অন্য গ্রন্থ রচনা করেছেন। বাংলা, বিহার, ওড়িশায় অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক সভা-সমিতিতে নিয়মিত বক্তৃতা দিতেন। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র ও সম্পাদক মথুরানাথ ত্রিপাঠী জানান, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  • Link to this news (বর্তমান)