• কালনার কল্যাণপুরে বটগাছে শ’য়ে শ’য়ে বাদুড়, দেখতে আসেন অনেকেই
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: প্রাণীদের মধ্যে বাদুড়ের নাম শুনলেই গা-ছমছমে ভুতুড়ে পরিবেশের কথা মনে পড়ে। তবে কালনা থানার কল্যাণপুর পঞ্চায়েতে দুর্লভপাড়ায় ঘটছে অন্য ঘটনা। এখানে একটি প্রাচীন বটগাছে শ’য়ে শ’য়ে বাদুড় থাকে। গ্রামের কচিকাঁচা থেকে বড়দের খেলাধুলোর ও আড্ডার জায়গাও ওই বটতলা। মানুষের মাঝে নির্বিবাদে বাস করে এত বাদুড়। উপরন্তু কেউ বাদুড়কে উত্যক্ত করলে গ্রামের মানুষ সরব হয়।কয়েক দশক ধরে এখানে বাদুড়গুলি নিশ্চিন্তে বসবাস করছে। সেকারণে এলাকাটি বাদুড়ঝোলা গ্রাম নামেও পরিচিত। ওই বটগাছের নীচেই রয়েছে গ্রামের প্রাচীন বারোয়ারি কালী মন্দির। অনেকে বাদুড়ঝোলা কালী মন্দির বলে থাকেন। এই গ্রামের বাসিন্দাদের কাছে বাদুড় সৌভাগ্যের প্রতীক। তাই গ্রামের মানুষ এই বাদুড়দের আগলে রাখে। কথিত আছে, কয়েক দশক আগে বনজঙ্গলে ঘেরা এই অঞ্চলে মন্দির প্রতিষ্ঠা করে কালীপুজো শুরু হয়েছিল। এরপর শ’য়ে শ’য়ে বাদুড় মন্দিরের পাশেই একটি বটগাছকে বাসস্থান হিসেবে বেছে নেয়। সেই থেকে এখনও এই বটগাছ বাদুড়ের নিশ্চিন্ত বাসস্থান। পূর্বস্থলী-২ এর বিএলডিও দেবব্রত তোলা বলেন, বাদুড় নিরীহ বন্যপ্রাণী। সঙ্ঘবদ্ধ জীবনযাপন ও নির্জন জায়গা পছন্দ করে। তবে বাদুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। বাদুড়ের খাওয়া কোনও ফল খাওয়া উচিত নয়।
  • Link to this news (বর্তমান)