• অবসরের আগে স্কুলকে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষক
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: একটানা ২২ বছর ধরে মুর্শিদাবাদ থানার কাপাসডাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব পালন করে চলেছেন পুষ্পেন মণ্ডল। আগামী ৩১ অক্টোবর তিনি অবসর নিতে চলেছেন। অবসরের আগে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে বিদ্যালয়ের তহবিলে এক লক্ষ টাকা দান করলেন তিনি। সেই টাকা ব্যাঙ্কে রেখে সুদ বাবদ যে বাড়তি অর্থ মিলবে, তা মেধাবৃত্তি বাবদ দেওয়া হবে উচ্চমাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম স্থানাধিকারীকে। মহকুমা শহর লালবাগ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কাপাসডাঙা উচ্চ বিদ্যালয় এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় ছেলেমেয়েদের শিক্ষালাভের উদ্দেশ্যে ১৯৯৬ সালে স্থানীয় এক বাসিন্দার দান করা জমিতে বিদ্যালয়ের পথচলা শুরু হয়। প্রাথমিকভাবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হতো। পরে মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়। বর্তমানে উচ্চমাধ্যমিক স্তরে শুধুমাত্র কলা বিভাগ পঠনপাঠন চালু রয়েছে। প্রধান শিক্ষক পুষ্পেন মণ্ডল বলেন, গত ২২ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। কর্মজীবনের শেষ লগ্নে বিদ্যালয়ের তহবিলে এক লক্ষ টাকা চেকের মাধ্যমে দিলাম। এই অর্থের সুদ বাবদ যে টাকা পাওয়া যাবে তা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয় থেকে প্রথম স্থানাধিকারীকে মেধাবৃত্তি হিসেবে দেওয়া হবে। যার নাম ‘প্রতিষ্ঠান প্রধানের বৃত্তি’ রাখা হয়েছে। যেহেতু এটি পিছিয়ে পড়া এলাকা এবং অধিকাংশই প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তাই এখানকার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনে বিদ্যালয় আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদী কাপাসডাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন মণ্ডল। স্কুলের সহ শিক্ষকরা বলেন, উনি স্কুলের পরিকাঠামোর উন্নতি এবং এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের স্কুলমুখো করে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছেন।
  • Link to this news (বর্তমান)