• নয়ানজুলিতে পড়ে ডুবে মৃত্যু শিশুকন্যার
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: নয়ানজুলিতে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ১১ মাসের শিশুকন্যার। শুক্রবার বিকেলে কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম হুমায়ুরা ইসলাম। ঘটনার পর পুলিস শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে পুলিস মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুর বাবা তাকে নিয়ে নয়ানজুলির দিকে বারান্দায় বসে খেলা করছিলেন। এরপর বারান্দার দরজা খোলা রেখেই শিশুর বাবা বাথরুমে যান। ফিরে এসে দেখতে পান শিশুটি বারান্দায় নেই। এরপর দীর্ঘক্ষণ ধরে নয়ানজুলিতে খোঁজাখু‌জি করলে শিশুর দেহ উদ্ধার হয়। পরে সেখানে কান্দি থানার পুলিস পৌঁছয়। শিশুর মা রাসমিনা খাতুন বলেন, কীভাবে এরকম হল কিছুই জানি না।

    শিশুটির দাদু নাসির শেখ বলেন, কী ঘটনা ঘটেছে সেটা আমিও জানি না। ছেলেকে কেন পুলিস নিয়ে গিয়েছে সেটাও জানি না। তবে জলে ডুবেই নাতনির মৃত্যু হয়েছে। গ্রামে যেসব কানাঘুষো চলছে, সে সম্পর্কে কিছু বলতে পারব না।

    প্রসঙ্গত, শিশুকন্যার দেহ উদ্ধারের পরেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে শিশুটিকে জলে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি করছেন। যদিও শিশুর ঠাকুমা মিনা খাতুন বলেন, বউমাকে বারবার বারান্দার দিকে গেট খোলা রাখতে বারণ করা হয়েছিল। তারপরেও কেন গেট খুলে রাখা হল সেটাই প্রশ্ন।
  • Link to this news (বর্তমান)