• স্যাফ গেমে ভারতীয় দলে জলপাইগুড়ির সাগর রায়
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাউথ এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশন জুনিয়র চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া টিমে সুযোগ পেল জলপাইগুড়ির সাগর রায়। অনূর্ধ্ব-২০ বিভাগে হাইজাম্পে নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে হাইজাম্পে ছেলেদের টিমে একমাত্র সাগরই জাতীয় দলে সুযোগ পেলেন। আগামী ১১-১৩ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে ওই প্রতিযোগিতা। ১০ তারিখ পৌঁছতে বলা হয়েছে। 

    দেওয়ানগঞ্জের বাসিন্দা কৃষক পরিবারের সন্তান একাদশ শ্রেণির ছাত্র সাগর বর্তমানে জলপাইগুড়ি সাই’তে প্রশিক্ষণ নিচ্ছে। এরআগে সে অ্যাথলেটিক্সে ইস্ট জোন আন্তঃরাজ্য মিটে সোনা জিতেছে। ইয়ুথ ন্যাশনালে হাইজাম্পে প্রথম হয়ে এনেছে সোনা। এবার স্যাফ গেমেও দেশের মুখ উজ্জ্বল করে সাগর পদক আনবে বলে আশাবাদী জলপাইগুড়ি সাইয়ের কোচ ওয়াসিম আক্রম। 

    শুক্রবার স্যাফ গেমে ভারতীয় দলে সুযোগ পাওয়ার চিঠি আসতেই খুশিতে ফেটে পড়ে সাগরের সঙ্গে কোচিং করা ছেলেমেয়েরা। সাগরকে নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে যায়। সাই সূত্রে খবর, স্যাফ গেমে হাইজাম্পে মেয়েদের বিভাগেও এ রাজ্য থেকে একজন ভারতীয় দলে সুযোগ পেয়েছে। তার নাম মহুর মুখোপাধ্যায়। তাঁর বাড়ি দক্ষিণবঙ্গে।
  • Link to this news (বর্তমান)