• মেরামতের অভাবে বসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক গাড়ি
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে টান। এই মুহূর্তে তহবিল থেকে নতুন গাড়ি কেনার সামর্থ নেই কর্তৃপক্ষের। সেজন্য কোনওমতে মেরামত করা হচ্ছে। ইতিমধ্যেই অর্থের অভাবে মেরামত না করতে পারায় কয়েকটি গাড়ি বসিয়ে দেওয়া হয়েছে। লজ্‌ঝ঩ড়ে বাসে যাতে পড়ুয়াদের আনতে গিয়ে দুর্ঘটনায় না পড়ে  তারজন্য একটি বাস কিছুদিন আগে সংস্কার করে সেপ্টেম্বর মাসেই রাস্তায় নামানো হয়েছে। 

    দু’টি জিপ গাড়ি কার্যত অকেজো। অন্য দু’টি ছোট গাড়ির বয়স ২৫ বছরের কাছাকাছি। ছাত্রছাত্রী ও কর্মীদের যাতায়াতের জন্য আছে তিনটি বাস। রয়েছে চারটি অ্যাম্বুলেন্স। এরমধ্যে আবার একটি অ্যাম্বুলেন্স বাতিল করা হয়েছে। এছাড়াও উপাচার্য ও রেজিস্ট্রারের জন্য একটি করে গাড়ি বরাদ্দ রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রেই জানা গিয়েছে, ক্যাম্পাসে টহল দিতে যে দু’টি ছোট গাড়ি আছে, সেগুলি একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। লজ্‌ঝ঩ড়ে একটি বাস সম্প্রতি ৭০ হাজার টাকা খরচ করে মেরামত করা হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব যে গাড়িগুলি আছে তারমধ্যে উপাচার্য ও রেজিস্ট্রারের গাড়ি বাদে বাকি সবক’টি গাড়ির অবস্থাই সঙ্গীন। যা নিয়ে চিন্তিত প্রশাসনিক কর্তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বেহাল গাড়িগুলি ধাপে ধাপে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এনিয়ে কয়েকটি বৈঠকও করা হয়েছে। পড়ুয়াদের কথা ভেবে একটি লজ্‌ঝ঩ড়ে বাস সারাই করে রাস্তায় নামানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ডিপার্টমেন্টের ইনচার্জ বরুণকুমার রায় বলেন, বেশ কয়েকটি গাড়ির অবস্থা একেবারে চলাচলের অযোগ্য হয়ে আছে। কর্তৃপক্ষকে জানিয়েছি। একটি বাস মেরামতের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্য গাড়িগুলি সারাই করতে আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বাসগুলির বেহাল দশার কারণে ছাত্রছাত্রীদের জন্য গত কয়েক মাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। চলতি মাসেই একটি মাস মেরামতের পর ফের রাস্তায় নামানো হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, গাড়ির মধ্যে কয়েকটি বেশ পুরনো। যেগুলির ফিটনেস আছে সেগুলিকে নামানো হচ্ছে রাস্তায়। তবে এই মুহূর্তে নতুন গাড়ি কেনার মতো তহবিল নেই। একটি বাস মেরামত করে ফের রাস্তায় নামানো হয়েছে। ধাপে ধাপে বাকিগুলি মেরামত করব আমরা।
  • Link to this news (বর্তমান)