• আই কার্ড ছাড়া ঢোকা যাবে না বর্ধমান মেডিক্যালের হস্টেলে
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বহিরাগতদের প্রবেশ আটকাতে বর্ধমান মেডিক্যাল কলেজের হস্টেলগুলিতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সাতটি হস্টেলে থাকা প্রত্যেক পড়ুয়াকে পরিচয়পত্র দেওয়া হবে। তা দেখিয়েই তাঁরা কলেজে ঢুকতে পারবেন। হস্টেলের বাইরে আবাসিকদের নামের তালিকা থাকবে। ঢোকার মুখে সিসি ক্যামেরা থাকবে। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের বহিরাগত ছিলেন। তারপরও তাঁর প্রবেশ অবাধ ছিল। তিনি বহিরাগতদের নিয়ে হস্টেলে আসতেন বলে আগেই অভিযোগ উঠেছিল। ক্যান্টিন মালিক কার্তিক ঘোষ বলেন, কয়েকমাস আগে অভীক রাত দেড়টা নাগাদ এসেছিলেন। তিনি ক্যান্টিনের দরজায় লাথি মেরে ভিতরে ঢোকেন। সঙ্গীদের নিয়ে তিনি গভীর রাতে হামেশাই আসতেন। অভীকবাবুর মোবাইল বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
  • Link to this news (বর্তমান)