• আর জি কর: চেস্ট বিভাগের সংস্কারে সম্মতি ছিল কর্তৃপক্ষ-পড়ুয়া সবারই
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সংস্কার নিয়ে বিতর্ক তুঙ্গে। কিন্তু যৌথ পরিদর্শনে হাসপাতালের সকলেরই সম্মতি ছিল। গত ১০ আগস্ট এ সংক্রান্ত এক বৈঠকের কার্যবিবরণী থেকে বিষয়টি জানা গিয়েছে। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বৈঠকে? সংস্কার সংক্রান্ত ওইদিনের যৌথ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়, আরএমও এবং এমও রুম সিস্টারদের পোশাক পরিবর্তনের ঘর হিসেবে ব্যবহার করা হবে। নিকটবর্তী বাথরুমের সংস্কার হবে এবং সেটি নার্সরা ব্যবহার করবেন। পিএফটি ও নার্সিং চেঞ্জ রুম চার শয্যা বিশিষ্ট রেসিডেন্ট ডাক্তারদের ঘর হিসেবে ব্যবহার করা হবে। সেখানে এসি থাকবে। দুটো বাথরুম থাকবে। ব্রঙ্কোস্কপি রুমে সামান্য কিছু মেরামতির কাজ হবে। সাইকোলজিক্যাল বিভাগের বাথরুমের অংশের সংস্কার প্রয়োজন। এরপর ১২ তারিখে যৌথ পরিদর্শনের পর চেস্ট মেডিসিন বিভাগে আরও সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলি হল, স্লিপ স্টাডি রুম নার্সদের চেঞ্জিং এবং বিশ্রাম ঘর হিসেবে তৈরি হবে। সেখানে বাথরুম, কোলাপসিবল গেট থাকবে। এইচডিইউ রুম অন কল ডাক্তারদের জন্য চার শয্যার ঘরে পরিণত হবে। পিএফটি, সিস্টার রুম, জিডিএ রুম এইচডিইউতে পরিণত করা হবে। ডাক্তারদের ঘরের পাশে একটা কাঠের দরজা করা হবে। দু’টি সিদ্ধান্তেই সই রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চেস্ট বিভাগের বেশ কয়েকজন পিজিটির, চেস্ট বিভাগের স্টাফ নার্স এবং দুজন সিস্টার ইনচার্জেরও। আন্দোলনরত পড়ুয়াদের মুখপাত্র অনিকেত মাহাতো বলেন, ‘এটা ঠিকই, যে এটা আমাদের জানানো হয়েছিল। কিন্তু সংস্কার কবে, কোথায় হবে, সে বিষয়ে জানানো হয়নি। ওই ঘটনার পর সংস্কারে হাত দিলে আইনত কোনও সমস্যা হবে কি না, সেটাও দেখার বিষয় ছিল।’
  • Link to this news (বর্তমান)