• পুজো: ডেঙ্গু নিয়ে সতর্কবাণী নবান্নের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় এবার রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট ভালো। তবে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, মালদহ, হুগলি, জলপাইগুড়ি, দার্জিলিং, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে তুলনামূলকভাবে বেশি ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। এজন্য এই আটটি জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। শুক্রবার সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ডেঙ্গু নিয়ে বৈঠক করেন তিনি। দুর্গাপুজোর সময় যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)