• নবান্ন অভিযানে জখম হোমগার্ডের চোখের চিকিৎসা করতে অস্বীকার, কাঠগড়ায় বেসরকারি হাসপাতালের ডাক্তার
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালা থানার ওসির পর এবার আনন্দপুর থানার জখম হোমগার্ডের চোখের চিকিৎসা করতে অস্বীকার করলেন ইএম বাইপাসের টেগোর পার্ক সংলগ্ন বেসরকারি হাসপাতালের এক চক্ষু চিকিৎসক। এই চাঞ্চল্যকর অভিযোগ করছে কলকাতা পুলিস। কলকাতা পুলিসের অভিযোগ, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ইটের আঘাতে  গুরুতর জখম হন আনন্দপুর থানার হোমগার্ড দেবাশিস কুণ্ডু। জখম দেবাশিসের চোখের নীচে ১৩টি সেলাই পড়েছিল। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে একদিন থাকার পর ছুটি দেওয়া হয় হোমগার্ডকে। সমস্যার সূত্রপাত শুক্রবার দুপুরে। চেকআপের জন্য এদিন দুপুরে জখম হোমগার্ডকে ওই হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। অভিযোগ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চক্ষু  চিকিৎসক দেবাশিসবাবুকে একজন রোগী হিসেবে ‘ট্রিট’ না করে, শুধুমাত্র পুলিস কর্মী হওয়ায় তাঁর চোখের  চিকিৎসা করতে সরাসরি অস্বীকার করেন। এমনকী দেবাশিস সহ পুলিস মহলের প্রতি কটূ মন্তব্য করেছেন বলে লালবাজারের অভিযোগ। এনিয়ে প্রতিক্রিয়া জানতে ওই বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে এক শীর্ষকর্তা বলেন, ‘এই ধরনের ঘটনা সত্যি নয়। অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত।’
  • Link to this news (বর্তমান)