• সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে গেল অপরাজিতা বিল 
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির জন্য শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস অপরাজিতা বিল পাঠিয়ে দিলেন। মঙ্গলবার বিধানসভায় পাশ হয়েছে এই বিল। তারপর তা পাঠানো হয়েছিল রাজ্যপালের কাছে। কিন্তু বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট তাঁর কাছে না পাঠানোয় উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল। টেকনিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল রাজ্যের কাছে। সূত্রের খবর, বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় নবান্নে। শুক্রবার দুপুরে এ বিষয়ে বোসের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যসচিব মনোজ পন্থ। টেকনিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। রিপোর্ট যাচাইয়ের পর শুক্রবার তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো  হয় রাজভবনের তরফে।
  • Link to this news (বর্তমান)